BRAKING NEWS

মুম্বই হামলার ১৬ বছর, শহিদদের শ্রদ্ধাঞ্জলি বিজেপির 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ২৬/১১-র সেই স্মৃতি এখনও তাজা সকলের মনে। ২০০৮ সালের ২৬ নভেম্বরের সন্ত্রাসী হামলা কেড়ে নিয়েছিল ১৬৬ জনের প্রাণ। আতঙ্কের স্মৃতি এখনও মুছে যায়নি মুম্বই তথা গোটা দেশবাসীর মন থেকে। পাকিস্তানি জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। ২৬/১১ হামলায় নিহতদের মঙ্গলবার স্মরণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি জানিয়েছে, মুম্বই হামলায় দেশের যক্ষা করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই শহিদদের প্রণাম।

উল্লেখ্য, স্বাধীন ভারতের ইতিহাসে এটি সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এই হামলায় ১৮ জন নিরাপত্তা কর্মী-সহ ১৬৬ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *