সাব্রুম, ২৭ নভেম্বর: মৈত্রী সেতু চালু করতে সর্বোত্তম চেষ্টা চলছে। আজ সাব্রুম আইসিপি-তে গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে একথা বলেন ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান আদিত্য মিশ্র।
আজ সাব্রুম আইসিপিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান আদিত্য মিশ্র,বিএসএফ এর এডিজি রবি গান্ধী ও ট্যাক্স কমিশনার শৈলেন্দ্র কুমার সিনহা। এদিন ত্রিপুরার আমদানি রপ্তানি ও যাত্রীপারাপার সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে চেয়ারম্যান ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া আদিত্য মিশ্র বলেন, বাংলাদেশে সরকার পতনের পর যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই কারণেই মূলত মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার এবং তা চালু করার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবে ভারত সরকার নতুন বছর থেকে যাত্রী পারাপার চালু করার সিদ্ধান্ত নিতে পারে। তাঁর কথায়, মৈত্রী সেতু চালু হলে এই দেশের জন্য ভালো হবে।