BRAKING NEWS

কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে খোয়াইয়ে কৃষক শ্রমিক ফ্রন্টের মিছিল সভা

খোয়াই, ২৬ নভেম্বর : ২০২০ সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তিতে মঙ্গলবার খোয়াইয়ে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। কৃষক শ্রমিক ফ্রন্টের আহ্বানে এই আয়োজন করা হয়েছে। এদিনের সভায় দেশে ও রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের কৃষক শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, দুপুরে বারোটায় খোয়াইয়ের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় কৃষক শ্রমিক ফ্রন্টের মিছিল। মিছিলে মহকুমার বিভিন্ন প্রান্তের জাতি উপজাতি অংশের কৃষক কৃষিজীবী জুমিয়া ও শ্রমিক শ্রমজীবী নারী-পুরুষ এসে জড়ো হয়েছিলেন। কৃষক শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মিলিত কন্ঠের শ্লোগান সোচ্চার গর্জমান মিছিল একে একে বনকর, নতুন টাউন হল কমপ্লেক্স, জননেতা রঞ্জন রায় সেতু অতিক্রম করে ভগিনী নিবেদিতা পার্ক , হাসপাতাল রোড ও জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ পার হয়ে জেলা শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষপার্কের বাজারের ওপর দিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ সরণী ঘুরে স্থানীয় কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে এসে মিলিত হয়।

এদিন কোহিনূর শপিং কমপ্লেক্সের সামনে সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি আলয় রায়ের সভাপতিত্বে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি কর্মসূচীর গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিআইটিইউ — র রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস।

ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা বলেন, দেশে ও বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করতে গিয়ে বিজেপি গরীব শ্রমজীবী মানুষ ও প্রান্তিক কৃষক কৃষিজীবী মানুষের ওপর জনবিরোধী শাসন চাপিয়ে দিয়েছে। শ্রমজীবী মানুষের জীবন জীবিকা এর ফলে আক্রান্ত। কৃষি আজ অস্তিত্বের সঙ্কটে নিমজ্জিত। কৃষক ঋণভারে জর্জরিত। এই প্রেক্ষাপটে চার বছর আগে দেশব্যাপী ঐতিহাসিক কৃষক আন্দোলন সংগঠিত হয়। আন্দোলনের গতিধারাকে আরো জোরদার করে বিজেপি পরিচালিত দেশ ও রাজ্যের সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *