কানপুর, ২৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে তৈরি একটি সেতু। গঙ্গা নদীর ওপর নির্মিত এই সেতুটি মঙ্গলবার ভোররাতে আচমকাই ভেঙে পড়ে। ব্রিটিশ আমলে তৈরি হওয়া গঙ্গা সেতুটি কানপুরকে উন্নাওয়ের সঙ্গে যুক্ত করে, সেই সেতুটি মঙ্গলবার ভোররাতে ভেঙে পড়ে।
প্রায় ১২৫ বছরের পুরোনো এই সেতুটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতু কর্পোরেশন দীর্ঘদিন ধরে বন্ধ করে দিয়েছে এবং এটি ভেঙে ফেলার জন্য সরকারের সঙ্গে সম্মত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “ট্রেন চলার অভিঘাতে এই ব্রিজটি রাতে ভেঙে পড়ে। এটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ছিল এবং ট্রেনের অভিঘাতে সেতুটি ভেঙে পড়ে।”