BRAKING NEWS

ফরেস্ট রেঞ্জারস অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর:
আগরতলায় গীতাঞ্জলি গেস্ট হাউসে রবিবার ফরেস্ট রেঞ্জারস অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ফরেস্ট রেঞ্জার এসোসিয়েশন ত্রিপুরার চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা গীতাঞ্জলী গেস্ট হাউজে। উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বনদপ্তরের পিসিসিএফ সহ অন্যান্যরা।

এদিন ফরেস্ট রেঞ্জার এসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন বন সম্পদকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। রেঞ্জার্স সহ বন কর্মীরা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন সেই আহবান জানান তিনি।

তিনি বলেন, বর্ণ সম্পদ রক্ষা করা সম্ভব না হলে পরিবেশের উপর এর মারাত্মক প্রভাব পড়বে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে মনোযোগ সম্পদকে রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। রেঞ্জার্স সহ বনকর্মীদের উৎসাহিত করতেই তিনি এদিন সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *