আগরতলা, ১৮ নভেম্বর: ফের স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছেন উপজাতি ছাত্র ছাত্রীরা। অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।
এদিন জনৈক ছাত্রী বলেন, দীর্ঘ ২ বছর ধরে ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না। এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা খরচ বহন করে থাকেন। সব বিএডের ছাত্র ছাত্রীরা স্কলারশিপের টাকা দিয়ে বহি:রাজ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের এখন স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাঁদের অভিযোগ, এবিষয়ে একাধিক দফতরে আসলে স্কলারশিপ নিয়ে তালবাহানা করছে। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে দফতরের আধিকারিক এক সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ ২ সপ্তাহ অতিক্রম হয়ে গিয়েছে এখনো কোন হেলদোল নেই।
তাদের আরও অভিযোগ, চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যাবতীয় ফি জমা দেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে পরীক্ষা ফি কোথায় থেকে দেবেন তাঁরা।