আগরতলা, ১৮ নভেম্বর : তেলিয়ামুড়ার কৃষ্ণপুর হাইস্কুলে একজন কম্পিউটার শিক্ষককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিবাদে সামিল হয়েছে কোমলমতি ছাত্র-ছাত্রীরাও। শিক্ষককে মারধরের প্রতিবাদে আগরতলা শহরের ইন্দ্রনগরের শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রছাত্রীরা এক প্রতিবাদ কর্মসুচি পালন করেছে।
তেলিয়ামুড়া কৃষ্ণপুর হাই স্কুলে ছাত্র ছাত্রীদের দ্বারা আক্রান্ত হন কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাস। বিপুল বিশ্বাসের উপর এধরনের আক্রমণের নিন্দা জানিয়ে আগরতলা ইন্দ্রনগরের শিক্ষা নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্ররা প্রতিবাদ করলো পোষ্টার হাতে নিয়ে। তাদের পোস্টারে লেখা “আমাদের ক্ষমা করে দিন বিপুল স্যার, আপনার শরীরে হাত তোলা আমাদের অন্যায় হয়েছে। আমরা একলব্যর মতো শিষ্য হতে পারেনি।” কোমলমতি ছাত্রদের এ ধরনের প্রতিবাদী ভূমিকা ঘিরে বিভিন্ন মহলে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তেলিয়ামুড়া কৃষ্ণপুর হাই স্কুলের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনে ছাত্রছাত্রীরা বেধড়ক মারধোর করেছে। কিন্তু এভাবে এক অভিযোগের ভিত্তিতে শিক্ষককে মারধোর করার ঘটনায় গোটা রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।