BRAKING NEWS

ধস অব্যাহত শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ২৪০ পয়েন্ট

মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : ধস অব্যাহত শেয়ার বাজারে । সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রায় ২৫০ পয়েন্ট নেমে গেল সেনসেক্স। নিফটিতে দেখা গিয়েছে প্রায় ৮০ পয়েন্টের পতন।

এদিন ৭৭,৩৩৯.০১ পয়েন্টে গিয়ে থেমে যায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। সকালে যা খুলেছিল ৭৭,৮৬৩.৫৪ পয়েন্টে। অর্থাৎ ২৪১.৩০ পয়েন্ট নেমেছে সেনসেক্স। যা প্রায় ০.৩১ শতাংশ। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৭,৮৮৬.৯৭ পয়েন্টে উঠেছে সূচক।

একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। সেখানে দিন শেষে নিফটি পৌঁছয় ২৩,৪৫৩.৮০ পয়েন্টে। এতে ০.৩৪ শতাংশের পতন দেখা গিয়েছে। এনএসইতে ৭৮.৯০ পয়েন্ট নেমেছে সূচক। দিনের শুরুতে নিফটি দাঁড়িয়েছিল ২৩,৬০৫.৩০ পয়েন্টে। আর দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৬০৬.৮০ পয়েন্টে উঠেছিল এর লেখচিত্র।

ব্রোকারেজ ফার্মগুলির দাবি, এদিন তথ্যপ্রযুক্তি এবং সংকর ধাতু সংস্থাগুলির স্টকে লগ্নিকারীদের সবচেয়ে বেশি লোকসান হয়েছে। নিফটিতে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের লেখচিত্র দুই শতাংশের বেশি নেমে গিয়েছে। শক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত কোম্পানির স্টকের দাম পড়েছে এক শতাংশ। অন্য দিকে গাড়ি প্রস্তুতকারী এবং সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে লগ্নিকারীদের লাভ হয়েছে। এই শেয়ারগুলির দাম ০.৩ থেকে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *