আগরতলা, ১৮ নভেম্বর: কৃষকদের আয় আরও দ্বিগুণ করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আজ নাগিছড়ায়স্থিত হর্টিকালচারাল রিসার্চ সেন্টারে পর্যালোচনা সভায় একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী নাথ বলেন, আগামী দিনে কিভাবে উদ্যানপালন দপ্তর কাজ করবে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং রাজ্যে উদ্যানজাত ফলনের উন্নয়ন কিভাবে সম্ভব ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এদিনের সভায় দপ্তরের সচিব, অধিকর্তা সমেত প্রতিটি জেলা থেকে উপ অধিকর্তাগন উপস্থিত ছিলেন। তাছাড়া, ছিলেন বেশ কয়েকজন কৃষি বিজ্ঞানীও।
তাঁর কথায়, কেন্দ্র সরকার মনে করে আগামী দিনে উদ্যানজাত ফলনে ত্রিপুরা এক নতুন দিক সূচিত করবে। তাই রাজ্য সরকার এই দপ্তরের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরা উদ্যানপালনে স্বয়ম্ভর হতে পারে সেটাই রাজ্য সরকাের মূল লক্ষ্য।এদিন তিনি বলেন, ত্রিপুরায় একমাত্র টিপিএস সিস্টেমে আলু উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাই কৃষিক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে, সরকারের তরফ থেকে বীরচন্দ্রমনুতে টিস্যু কালচার পদ্ধতি সবজির বীজ উৎপাদনের কারখানা খোলা হয়েছে। মূলত, কৃষকদের আয় আরও দ্বিগুণ করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার
এদিন তিনি বলেন, বিরোধীরা মাঠে না গিয়ে শুধু সংবাদ মাধ্যম দ্বারা কথা বললে চলবে না। বর্তমানে বিজ্ঞান সম্মতভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে চাষবাস চলছে। তাঁদের সব কিছু জেনেই সাংবাদ মাধ্যমের সামনে কথা বলা উচিত বলে দাবি করেন তিনি।