নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লি। দূষণ এতটাই বেশি যে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে দিল্লিবাসীর। এই পরিস্থিতিতে দিল্লিতে নবম ও একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শারীরিক ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর ভারতে বাতাসের গুণগতমান অবনতির কারণে স্কুল বন্ধের পাশাপাশি অনলাইন ক্লাস নিয়েও চিন্তাভাবনা চলছে। দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্র তাৎক্ষণিক ব্যবস্থা বাস্তবায়ন করেছে, পঞ্জাব এবং উত্তর প্রদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তাভাবনা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতে।