নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): এক দেশ, এক ভোট প্রয়োজনীয়, অত্যাবশ্যক। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা যদি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে ৫ বছরে একবার নির্বাচন করতে হবে এবং তারপর ৫ বছর কাজ করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সোমবার দিল্লির হংসরাজ কলেজে বিকশিত ভারত-অ্যাম্বাসেডর ইয়ুথ কানেক্ট প্রোগ্রামে যোগ দেন।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেছেন, “আমি বিশ্বাস করি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরহিত্যে ‘এক দেশ, এক ভোট’-এর যে রিপোর্ট তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট সংসদে আনা হবে। এটা প্রয়োজন, কারণ আমরা এক দেশ, আমাদের একসঙ্গে ভোট দেওয়া উচিত এবং সারা দেশে শুধুমাত্র একটি ইস্যু চলা উচিত। আগামী ২৫ নভেম্বর সংসদ অধিবেশন বসতে চলেছে। অনেক বিল আসতে চলেছে এবং আমি বিশ্বাস করি এক দেশ, এক ভোটের মতো বিষয়গুলো আসতে চলেছে।”