BRAKING NEWS

বুলডোজারে ভেঙেছে ঘর, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার

আগরতলা, ১৮ নভেম্বর : বুলডোজারে ভেঙেছে ঘর। উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গরীব অংশের জনগণ। তাই, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে দক্ষিণ রামনগরে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা-কে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 

ওই চিঠিতে শ্রীচৌধুরী লিখেছেন, বামফ্রন্ট শাসনামলে আগরতলায় বিকল্প জাতীয় সড়ক নির্মাণে আখাউড়া চেকপোস্ট সংলগ্ন বর্ডার গোলচক্করে দক্ষিণ রামনগরে রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণে স্থান চিহ্নিত করা হয়েছিল। ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর নয়া সরকার ওই সড়কের নতুনভাবে শ্রেণীবিন্যাস করেছে। তাতে, অনেক পরিবারের বাড়িঘরে উচ্ছেদ অভিযানে চালানো হচ্ছে। তাঁর দাবি, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তরা গৃহহীন হয়ে করুণ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। সিপিএম বিধায়ক সুদীপ সরকার, রামু দাস এবং প্রাক্তন বিধায়ক রতন দাস গতকাল এলাকা পরিদর্শনে গিয়ে গৃহহীনদের অসহায় অবস্থা দেখে এসেছেন। 

তিনি আরও লিখেন, বসবাসের একমাত্র সম্বল বাড়ীঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ফলে গরীব মানুষগুলো পরিবার নিয়ে সম্পূর্ণ অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছেন। অতি স্বল্প রোজগার হওয়ায় ওই উচ্ছেদকৃত পরিবারগুলির প্রায় ৯৯ শতাংশের পক্ষেই অন্য কোথাও ঘরভাড়া করে বা অন্যভাবে বাসস্থানের ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই বিপন্ন পরিবারগুলির জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদনে মুখ্যমন্কে চিঠি দিয়ে তিনি। পাশাপাশি, উপযুক্ত ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন তিনি। 

তাঁর কথায়, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে পুর নিগম ও  রাজ্য প্রশাসনের তরফে নেওয়া পদক্ষেপ সম্পূর্ণ অযাচিত, নির্মম এবং অমানবিক। তাই এই বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *