BRAKING NEWS

(আপডেট) রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলার গেদু মিয়াঁ মসজিদ পরিদর্শন করেন

আগরতলা, ১৮ নভেম্বর : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের উত্তম সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।  রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার শিবনগরে গেদু মিয়াঁ মসজিদ পরিদর্শন করার সময় একথা বলেন।  ত্রিপুরার ঐতিহ্যবাহী এই মসজিদটি রাজ্যের পর্যটন নিগমের তৈরী করা পর্যটন মানচিত্রেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন| পর্যটকদের আকর্ষণের জন্য এই মসজিদের সংস্কার দরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

আজকের এই পরিদর্শনকালে রাজ্যপাল মসজিদের অভ্যন্তর ও বাইরের সব কিছু ঘুরে দেখেন। মসজিদের ইতিহাস ও এর সংস্কার সম্পর্কিত বিষয় নিয়ে তিনি মসজিদের কর্তৃপক্ষের সঙ্গে মত  বিনিময় করেন। মসজিদের কোনও কোনও অংশ অবিলম্বে সংষ্কার প্রয়োজন বলে মসজিদের কর্তৃপক্ষ তাঁকে জানান। তিনি জানান,  রাজ্যের নীরমহল, রুদ্রসাগর,  ছবিমুড়া, গোমতী নদী ও এখানকার সবুজ বনানী পর্যটকদের কাছে খুবই আকর্শনীয়। তবে এসব পর্যটন কেন্দ্রের আরও প্রচার প্রসার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। 

রাজ্যপাল বলেন পর্যটন একটি বড় ধরনের শিল্প।পর্যটনের সঙ্গে যুক্ত হোটেল,  রেস্ট্রুরেন্ট, যানবাহন ইত্যাদির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বহু লোকের কর্ম সংস্থান হয়।  গেদুমিঁয়া মসজিদ পরিদর্শন কালে রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীম উদ্দীন,  রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গেদুমিঁয়া মসজিদ কমিটির অন্যান্য কর্মকর্তাগন প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *