আমবাসা, ১৮ নভেম্বর : ছৈলেংটায় গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। এ নিয়ে এজেন্সির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।
দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্যায় ভুগছেন ছৈলেংটার এলাকাবাসী। বুকিং করে গ্যাস ক্রয় করা হলেও গ্রাহকদের বাড়িতে পৌঁছে না গ্যাস সিলিন্ডারগুলো। তাই গ্রাহকরা আজ এজেন্সিতে এ বিষয়ে খোঁজ নিতে এসে গ্যাস না পাওয়ায় বিরক্ত হন।
গ্রাহকদের অভিযোগ, প্রভাস ত্রিপুরা নামে এক বিজেপি নেতা ভাইগমনি রোয়াজা পাড়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্রি করে দেন। সোমবার সকালে গ্রাহকরা এজেন্সিতে গিয়ে গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এজেন্সিটি ঘেরাও করেন।
গ্রাহকদের বিক্ষোভ থামানোর জন্য এজেন্সির কর্মী যারা গ্যাস পাননি তাঁদের নাম ও আধার কার্ডের নম্বরের লিস্ট জমা করে যেতে বলেন। সাথে আগামী শনিবার অবধি সময় চান, যাতে এই সমস্যা সমাধান করা যায়।
এদিকে, গ্যাসের সমস্যা সমাধান না হলে রাস্তা অবরোধ করার হুমকি দেন গ্রাহকেরা।