কোরবা, ১৮ নভেম্বর (হি. স.) : ছত্তিসগড়ের সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (এসইসিএল) দীপকা এলাকায় দুই স্থানীয় বাসিন্দার বাড়িতে অভিযান চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এসইসিএল ক্ষতিগ্রস্ত খনি এলাকায় ক্ষতিপূরণ বিতরণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে এই অভিযান চালায় সিবিআই।
সিবিআইয়ের টিম দীপকার বাসিন্দা রাজেশ জয়সওয়াল এবং হার্দিবাজারের বাসিন্দা শ্যামু জয়সওয়ালের বাড়িতে হানা দেয় এবং সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খ দেখে তদন্ত শুরু করে। সূত্রের খবর, ক্ষতিপূরণ বণ্টনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এই পদক্ষেপ নিয়েছে সিবিআই।
খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল এসইসিএল-এর, কিন্তু নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ ক্ষতিপূরণ পায়নি, আবার কিছু অযোগ্য ব্যক্তিকে অযাচিত সুবিধা দেওয়া হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে সিবিআই আধিকারিকরা তদন্ত করছেন । অভিযানে অনেক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হবে বলে জানা গেছে। আপাতত সিবিআই আধিকারিকরা এই বিষয়ে কোনও বিবৃতি দেননি।