BRAKING NEWS

দূষণে জেরবার দিল্লি, জনগণের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি নেতারা 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): পারদ-পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৪৮৫। মাত্রাতিরিক্ত এই দূষণের প্রেক্ষিতে জনসাধারণের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি নেতারা। সোমবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে জনসাধারণের হাতে মাস্ক তুলে দেন।

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “দিল্লির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিল্লি সরকারের অপশাসনের কারণে দিল্লির মানুষকে ভুগতে হচ্ছে। ধূলো নিয়ন্ত্রণ করতে হবে এবং পঞ্জাবে খড় পোড়ানো বন্ধ করতে হবে। আমরা লাগাতার বলে আসছি, দূষণ শুধুমাত্র একমাসের সমস্যা নয়, এই সমস্যা সমাধানে ১২ মাস কাজ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *