কমলপুর, ১৮ নভেম্বর : মানিক ভান্ডার পঞ্চায়েতের চক্রবর্তী পাড়ায় ছড়ার উপর ভেঙ্গে যাওয়া পাকা ব্রীজের ইট, রড খুলে নতুন ব্রীজ নির্মাণ করার অভিযোগ উঠেছে আমবাসা আরডি ঠিকেদারের বিরুদ্ধে।
মানিক ভান্ডার পঞ্চায়েতের চক্রবর্তী পাড়া গ্রামের ছড়ার উপর পাকা ব্রীজটি বিগত বন্যায় মাটি সরে গিয়ে ভেঙ্গে যায়। চলাচলের বিপত্তি দেখা দেয় গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবী অনুযায়ী মানিক ভান্ডার পঞ্চায়েত থেকে যাতায়াতের সুবিধার্থে ভাঙ্গা পাকা ব্রীজের এপাড় ওপাড় বাঁশের সাকো বানিয়ে দেওয়া হয়।
এরপর পঞ্চায়েত ও গ্রামবাসীদের দাবী অনুসারে আমবাসা আরডি ব্লক থেকে নতুন ব্রীজ নির্মাণের জন্য ৬১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। জানা যায়, জনৈক ইঞ্জিনিয়ার নতুন ব্রীজ নির্মাণ করার জন্য সালেমার জনৈক ঠিকেদারকে বরাদ্দ পাইয়ে দেন। ঠিকেদার ব্রীজ নির্মাণের কাজ পেয়ে ভাঙ্গা ব্রীজের পাটাতনের ইট ও রড খুলে নতুন ব্রীজ নির্মানের কাজে ব্যবসার করার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। এতে গ্রামবাসীরা বাধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীদের বক্তব্য, নতুন ব্রীজ নির্মাণের জন্য নতুন ইট, কংক্রিট ব্যবহার করতে হবে। নতুবা ব্রীজ নির্মাণ করা যাবেনা। ঘটনায় ঊর্ধ্বতন আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসীরা।