BRAKING NEWS

ভয়ানক দূষণ পরিস্থিতি দিল্লিতে, কেন্দ্র ও দিল্লি সরকারকে ধমক সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : মাত্রাতিরিক্ত বায়ুদূষণে হাঁসফাঁস অবস্থা দিল্লিতে, রোজই একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা। সোমবার তা অতি ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও দিল্লি সরকারকে ধমক দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি এএসওকা এবং বিচারপতি এজি মাসিহ্‌র বেঞ্চ জানতে চাইল, দূষণ নিয়ন্ত্রণের জন্য কড়া পদক্ষেপ করতে কেন এতটা সময় নেওয়া হল?

কেন্দ্র এবং দিল্লি সরকারকে এ-ও জানাল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চতুর্থ পর্যায়ের ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৪) বহাল রাখতে হবে। দিল্লিতে বাতাসের গুণমানের সূচক (একিউআই) যদি ৩০০-এর নীচে নেমে যায়, তা হলেও তাদের অনুমতি ছাড়া গ্র্যাপ-৪ তুলে নেওয়া যাবে না বলে সোমবার জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *