ঝাঁসি, ১৬ নভেম্বর (হি.স.): ঝাঁসি মেডিকেল কলেজের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এ অগ্নিকাণ্ডে মৃত ১০টি শিশুর মধ্যে ৩টি শিশুর দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও ১৬টি নবজাতক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঝাঁসি মেডিকেল কলেজের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেছেন, “গতকাল রাত সাড়ে দশটা থেকে ১০.৪৫ মিনিটের মধ্যে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ৪৯টি শিশু ছিল। ৩৯টি শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ১০টি শিশু মারা গেছে। ৩টি শিশুকে শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহ শনাক্ত করার পরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”
ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে শুক্রবারের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশের সরকার। ঝাঁসির ডিভিশনাল কমিশনার এবং ডিআইজিকে ১২ ঘণ্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঝাঁসির সরকারি হাসপাতালে শুক্রবারের ওই অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ১৬ জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।