শ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): ধুন্ধুমার ও নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। নজিরবিহীন এই পরিস্থিতির প্রেক্ষিতে সাময়িকের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল মার্শালদের।
অনুচ্ছেদ ৩৭০ নিয়ে ঝামেলার সূত্রপাত, বৃহস্পতিবার সকালে বিধানসভার অধিবেশন শুরু হলে ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। তার পরেই বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন। শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, পরে হাতাহাতি শুরু হয়ে যায়। মার্শালরা কয়েকজন বিরোধী বিধায়ককে বাইরে নিয়ে যান।
বিজেপির অভিযোগ, জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেস ওই বিধায়কের পাশে দাঁড়িয়েছে। আরও এক ধাপ এগিয়ে জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না এনসি-কংগ্রেস জোটকে আক্রমণ করে বলেন, “ওরা পাকিস্তানের হাত শক্ত করছে। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে।”
ইঞ্জিনিয়ার রশিদের ভাই এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ বলেছেন, “এটি সম্পূর্ণ আইনি। আমরা ৩৭০ ধারা নিয়ে একটি প্রস্তাব আনতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়নি। তাহলে, আমাদের কাছে কী আর কোনও বিকল্প ছিল?”