BRAKING NEWS

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগরতলা, ৭ নভেম্বর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আর বি আই) ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তা উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ আর বি আই-এর রাজ্য শাখার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে রাজ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজার্ভ ব্যাংক রাজ্য শাখার জেনারেল ম্যানেজার (অফিসার ইনচার্জ) সুরেন্দ্র নিদার।উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন, নাবার্ডের ডি জি এম দিগন্ত কুমার দাস, এন আই টি আগরতলার ডিন জন দেববর্মা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিজার্ভ ব্যাংকের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জিএম সুরেন্দ্র নিদার বলেন দেশের শীর্ষ ব্যাংকের ৯০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি মধ্যে আজ দেশের ৩০ টি জায়গায় এই ধরনের কুইজ প্রতিযোগিতা হচ্ছে। রাজ্যে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রায় সাড়ে ছয় হাজারের মতো কুইজ প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশন করে। তার মধ্যে ২৩৩ জন কোয়ালিফাই করেছে। তাদের মধ্যে প্রথম রাউন্ডে ৪৫টি দল থেকে বাছাইকৃত দুজন করে ছয়টি দল চূড়ান্ত পর্যায়ে গেছে।

তিনি বলেন রিজার্ভ ব্যাংকের লক্ষ্য হচ্ছে ডিজিটাল যুগে আর্থিক লেনদেন সম্পর্কে যুবাদের স্বচ্ছ ধারণা দেওয়া ও সতর্ক করা। যাতে তারা সাইবার প্রতারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন, পাশাপাশি অন্যদেরও এ প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারেন। অনুষ্ঠানে সাইবার প্রতারণা বিষয়ক একটি নাটক মঞ্চস্থ হয়। কুইজ প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের দারুন উৎসাহ লক্ষ্য করা গেছে।

রাজ্যস্তরের এই কুইজ প্রতিযোগিতায় ৪৫টি দল নিয়ে ৯০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের শুভজিৎ চক্রবর্তী এবং শ্রেয়া মোদক বিজয়ী হয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে এন আই টি আগরতলার অর্থ সিংহ ও আম্গোথ রাঘবেন্দ্র এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজ (আগরতলা) এর আদিত্য কুমার ও কৌস্তভ রায়। রাজ্য পর্যায়ের শীর্ষ তিন দলকে যথাক্রমে ২ লক্ষ, ১.৫ লক্ষ এবং ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *