নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স): সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর নিয়মাবলী, আগাম কোনও বিজ্ঞপ্তি ছাড়াই মাঝপথে পরিবর্তন করা যাবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ পাঁচ বিচারপতির বেঞ্চ গতবছর ১৮ জুলাই এই সংক্রান্ত রায়দান স্থগিত রাখেন। বৃহস্পতিবার বেঞ্চ বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে যে নিয়মাবলী একবার স্থির করা হয়েছে, তা পাল্টানো যাবে না। সংবিধানের ১৪ নম্বর ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। স্বচ্ছতা এবং পক্ষপাতবিহীন নিয়োগ, সরকারি চাকরীর ‘হলমার্ক’ হওয়া উচিত বলে বিচারপতিরা সকলেই সহমত হন। নিয়মের পরিবর্তনের ফলে প্রার্থীরা যাতে বিভ্রান্ত না হন, তাও নজরে রাখতে বলেছে সর্ব্বোচ্চ আদালত।