BRAKING NEWS

ত্রিপুরা বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু : সংসদ বিষয়ক মন্ত্রী

আগরতলা, ৭ নভেম্বর: এখন থেকে ত্রিপুরা বিধানসভায় অনলাইনে প্রশ্নপত্র জমা দেওয়ার পদ্ধতি চালু হচ্ছে। আগামী বিধানসভা অধিবেশনে এই পদ্ধতি চালু হচ্ছে। আজ সর্বদলীয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, বিধানসভার অনলাইন প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়েছে তাকে আরও বিস্তার করার লক্ষ্যে বৃহস্পতিবার বিধানসভার কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ, উপঅধ্যক্ষ, বিরোধী দলনেতা, পরিষদীয় মন্ত্রী সহ অন্যান্যরা।

তাঁর কথায়, অনলাইন পদ্ধতিতে বিধানসভা পরিচালনাগত কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। আজ বৈঠকে সর্বসম্মতি ক্রমেই বিধায়কদের অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে প্রশ্ন জমা দেওয়ার বিষয় সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়াবলী আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। আগামী বিধানসভা দিনক্ষন ঘোষণার পর থেকে অনলাইন পদ্ধতিতে প্রশ্নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে রাজ্যের আপামর জনগণ উপকৃত হবেন। তাছাড়া, বিধায়কগণ অতি সহজেই তাদের এলাকার বিষয়াবলী পবিত্র বিধানসভায় উত্থাপন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *