কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : ওয়াকফ ইস্যুতে পাঁচ রাজ্যকে নিয়ে বৈঠক আগামী ৯ নভেম্বর। গৌহাটি, ভুবনেশ্বর, কলকাতা, পাটনা ও লখনৌ এই পাঁচ রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৈঠক ডাকা হয়েছে। এবং তা বয়কটের ডাক দিল বিরোধীরা। তৃণমূল কংগ্রেস এর তরফে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে।
দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর এ রাজ্যে ছয়টি আসনে উপ-নির্বাচন। এদিকে, তার আগে ছয় দিনের জন্য ওই বৈঠক ডাকা হয়েছে। পিছিয়ে দেওয়ার জন্য জানানো সত্ত্বেও তা মান্যতা পায় নি। কল্যাণের অভিযোগ, চেয়ারম্যান জগদম্বিকা পাল দেশের স্বার্থে কাজ করছেন না। দলের এজেন্ডা মেনেই কাজ করছেন। অগণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে চলেছেন। এ নিয়ে আপত্তি জানানো হলেও নির্বিকার। তিনি আরও বলেন, সপ্তাহে দু’দিন বৈঠকের জন্য চূড়ান্ত সময় স্থির হয় সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত। দীর্ঘ সময় বসিয়ে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে, বিরোধীদের বক্তব্য রাখার জন্য সময় বরাদ্দ করা হয় না। এ নিয়ে অধ্যক্ষকে জানানো হয়েছে। তবুও জট খোলে নি। এতদসত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াকফ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির বৈঠক বয়কট হবে।