নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): ভারতীয় রেল বিগত ৩৬ দিনে ৪ হাজার ৫২১টি বিশেষ ট্রেন চালিয়েছে। মোট ৬৫ লক্ষ যাত্রী এই ট্রেনগুলিতে ভ্রমণ করেছেন। উৎসবের মরশুমে যাত্রী স্বাচ্ছন্দ্যে এটি বিরাট প্রয়াস ভারতীয় রেলের। রেলের এই উদ্যোগে খুশি যাত্রীরাও। ছট পুজো উপলক্ষ্যে চলতি মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন ১৬০টি বিশেষ ট্রেন চালানো হবে। উৎসবের সময়ে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতেই এই উদ্যোগ। সমস্তিপুর, দানাপুর এবং অন্যান্য বিভাগের জন্য অতিরিক্ত ট্রেন ঘোষণা করা হয়েছে।