আগরতলা, ৭ নভেম্বর: প্রথা মেনে রাজ্যেও জাঁকজমকপূর্ণভাবে ছট পূজা পালিত হচ্ছে। ছট পূজা উপলক্ষে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত চন্দনখোলা বাজার ও আদর্শ কলোনিতে গিয়ে মহিলাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মধ্যে বস্ত্র ও মিষ্টি বিতরণ করেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত।
ছট পূজা অবাঙালিদের কাছে তাৎপর্যপূর্ণ একটু উৎসব। ভারতে সূর্য্যোপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। এইসময় সূর্য দেবতাকে পূজো করে থাকেন মহিলারা। পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। নারী-পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন। বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে এই উৎসবের প্রচলন বেশি থাকলেও ত্রিপুরা রাজ্যেও এর কিছু প্রভাব পরিলক্ষিত হয়।
বৃহস্পতিবার ছট পূজা উপলক্ষে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নং ওয়ার্ডের অন্তর্গত চন্দনখোলা বাজার ও আদর্শ কলোনিতে গিয়ে মহিলাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মধ্যে বস্ত্র ও মিষ্টি বিতরণ করেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। পাপিয়া দত্ত সংবাদ প্রতিনিধিদের সম্মুখে এসে বলেন, ছট পূজার ব্রত অনেক কঠিন ব্রত, দীর্ঘ সময় ধরে উপোস করে উদিত সূর্য এবং অস্তমিত সূর্যের পুজো করতে হয়। আদর্শ কলোনির ছট পূজার আয়োজন এসে খুব আনন্দিত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে ছট পূজা উপলক্ষে আগরতলা রানি পুকুর পার সূর্য দেবতার পূজা করা হয়েছে। বেশ কিছু বিহারী চৌহান সম্প্রদায়ের লোকেজন এই পূজার আয়োজন করেছেন। রীতি প্রথা অনুসারে আজ ছট পূজার তৃতীয় দিনে বিশেষ জাঁকজমকপূর্ণ ভাবে সূর্যদেবের পূজা করা হয়। এই পূজা দেখতে রানি পুকুর পার উপস্থিত হন একলার বেশ কিছু মানুষ।