নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): অনন্য এক উদ্যোগ হিসেবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ন্যাশনাল জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ (এনজেএমএ)-এর শুভ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে ন্যাশনাল জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ (এনজেএমএ)-এর শুভ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
প্রধান বিচারপতি এদিন বলেছেন, “এই ধারণা ও পরিকল্পনায় প্রায় দেড় বছর লেগেছে। এটা করা হয়েছে আদালতের সময়ে। এটি আমাদের দেশের জীবনে আদালতের গুরুত্বের নীতি প্রতিফলিত করে। তাই এখানকার আমার সকল সহকর্মীর পক্ষ থেকে, আমি এই মিউজিয়ামটিকে দেশকে উৎসর্গ করতে পেরে আনন্দিত হয়েছি, যাতে এই মিউজিয়াম তরুণ প্রজন্মের জন্য একটি ইন্টারেক্টিভ স্থান হয়ে ওঠে।”