BRAKING NEWS

খড় পোড়ানোর জন্য এবার শাস্তি দ্বিগুণ, বাড়ানো হল জরিমানার পরিমাণ 

নয়াদিল্লি, ৭ নেভিম্রব (হি.স.): খড়বিচুলি পোড়ানোর জন্য এবার শাস্তি দ্বিগুণ করল কেন্দ্র। বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। খড় পোড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার জরিমানা বাড়িয়েছে। ২ একরের কম জমির কৃষকদের ৫ হাজার টাকা, যাদের ২-৫ একর জমি আছে তাঁদের ১০ হাজার টাকা এবং ৫ একরের বেশি জমি থাকা কৃষকদের ৩০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

জাতীয় রাজধানী অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে বাতাসের গুণমান ব্যবস্থাপনা কমিশন বৃহস্পতিবার সংশোধনী বিধিমালা, ২০২৪ কার্যকর করেছে। এর ফলে দুই একরের কম জমি আছে এমন কৃষককে ৫০০০ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে। দুই একর বা তার বেশি কিন্তু পাঁচ একরের কম জমি আছে এমন কৃষককে ১০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে। পাঁচ একরের বেশি জমি আছে এমন কৃষককে ৩০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *