ভাটিন্ডা, ৫ নভেম্বর (হি.স.): হিন্দু মন্দিরে হামলা-সহ কানাডায় সাম্প্রতিক বেশ কিছু দিন ধরে যে ধরনের ঘটনা ঘটছে তা উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “বিগত বেশ কিছু দিন ধরে কানাডায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। পঞ্জাবিরা, বিশেষ করে কানাডার সঙ্গে সংশ্লিষ্টরা সেই দেশকে নিজেদের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। পঞ্জাবিরা সেখানে সারে এবং টরন্টোতে বসবাস করেন। তাই, কেউ সেখানে এই ধরনের হিংসার ঘটনা চায় না। আমি এর নিন্দা জানাই।”
মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, “আমি ভারত সরকারকে কানাডা সরকারের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করছি, যাতে এই ধরনের ঘটনা বন্ধ করা যায়। ‘সরবত দা ভালা’-তে বিশ্বাসী মানুষ সারা বিশ্বে বাস করেন। তাঁরা শান্তিপ্রিয় মানুষ যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের পথ তৈরি করেন…আমি মোদী সরকারের কাছে কানাডা সরকারের সঙ্গে কথা বলার দাবি জানাই।”