ধলাই (অসম), ৪ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানাধীন মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাত কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করার পাশাপশি একটি লরি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এদিকে কাছাড় পুলিশের মাদক-বিরোধী সফল অভিযানে সন্তোষ ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্যে আইন-শৃঙ্খলা কার্যকরভাবে পরিচালনা করছে আসাম পুলিশ। আস্থা এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করে কাছাড় জেলা পুলিশ লাইলাপুরে এক বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি এবং একজনকে আটক করেছে৷ এজন্য পুলিশকে সাধুবাদ।
কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে ধলাই থানা থেকে পুলিশের দল নিয়ে লায়লাপুর এলাকায় মাদক-বিরোধী অভিযান চালানো হয়েছিল। রাত প্রায় দশটা নাগাদ মিজোরাম থেকে আগত একটি লরির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৩০টি সাবানের বাক্স উদ্ধার করা হয়। সাবানের ওই বাক্সগুলি থেকে প্রায় ৭ কোটি টাকার ৩৭৫ গ্রাম সন্দেহভাজন হেরোইন এবং ২০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত ট্রাককে বাজেয়াপ্ত করার পাশাপাশি তার চালককে গ্রেফতার করেছে পুলিশ।