কিশনগঞ্জ, ৪ নভেম্বর (হি.স.) : কিশনগঞ্জের নেপাল সীমান্তের দিঘলব্যাংক ব্লকের কটহলবাড়ী গ্রামে একই গ্রামে অজানা জ্বরে চার শিশুকন্যার মৃত্যু। একের পর এক শিশুকন্যার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা গ্রাম। গত একসপ্তাহের মধ্যেই এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কী কারণে একই গ্রামে পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানে গ্রামে পৌঁছেছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল।
রবিবার রাতেও এক শিশুকন্যার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে কটহলবাড়ী গ্রামে। গ্রামে নেই কোনও চিকিৎসাব্যবস্থা। ফলে কোনও শারীরিক সমস্যা হলেই ছুটতে হয় হাতুড়ে ডাক্তারের কাছে। পরপর চার নাবালিকার মৃত্যুর আগে চিকিৎসা করেছিলেন হাতুড়েরাই। তবে রবিবার রাতে যে শিশুকন্যার মৃত্যু হয়েছে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পাটনা মেডিকেল কলেজে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল মেয়েটি। মৃতাদের নাম ফাহিমা খাতুন(৬), উজমা নাসরিন(৫), রিফাত পারভীন(৬) ও নাফিসা আলম(৬)। এদিকে একই গ্রামে পরপর শিশুকন্যার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন কিশনগঞ্জ রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবার কটহলবাড়ী গ্রামে যান জেলাশাসক বিশাল রাজ। তিনি গোটা গ্রাম পরিদর্শন করেন। গ্রামবাসীদের অযথা আতংকিত না হওয়ার আবেদন জানান। পাশাপাশি জ্বর বা অন্য কোনও রোগ হয়ে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন জেলাশাসক।