আগরতলা, ২ নভেম্বর: রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজগুলোর সমস্যা সংক্রান্ত মোট চার দফা দাবিতে সরব হয়েছে টিআইএসএফ। আজ পাঁচজনের এক প্রতিনিধি দল রাজ্যপালের নিকট ডেপুটেশন মিলিত হয়েছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক ছাত্র নেতা বলেন, রাজ্যে অনেকগুলি স্কুল রয়েছে। কিন্তু স্কুলগুলি অধ্যয়নের জন্য অনুপযোগী। বিদ্যালয়গুলিতে একক কক্ষের ব্যবস্থা নেই, মেয়েদের এবং ছেলেদের জন্য উপযুক্ত বিশ্রাম কক্ষ নেই, পানীয় জলের সঠিক ব্যবস্থাপনা নেই। তাই টিআইএসএফ-এর তরফ থেকে চার দফা দাবিতে সরব হয়েছে।
সংগঠনের দাবিগুলি হল, প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি ব্যবস্থা করা এবং প্রত্যেক স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক ড্রেস কোডের ব্যবস্থা করা। পাশাপাশি, প্রতিটি বিদ্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধ্যয়নে অবকাঠামো তৈরি করা হোক।