আহমেদাবাদ, ১ নভেম্বর (হি.স.): শুক্রবার গুজরাটের বৃহত্তম ওয়েস্ট টু এনার্জি (বর্জ্য থেকে শক্তি) প্ল্যান্টের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্ল্যান্টটি পরিচালনা করবে জিন্দাল আরবান ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং এটি থেকে উৎপন্ন বিদ্যুৎ গুজরাট এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছে বিক্রি করা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদের পিরানা রোডে অবস্থিত আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে ৩৭৫ কোটি টাকার ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের উদ্বোধন করেন এদিন।
এএমসি স্থায়ী সমিতির চেয়ারম্যান দেবাং দানি বলেছেন যে এএমসি পিরানা ডাম্পিং সাইটে ঘরে ঘরে আবর্জনা সংগ্রহ করে আবর্জনা আলাদা করা হয় এবং প্রক্রিয়াজাত করা হয়। জিন্দাল আরবান ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্লান্টে প্রতি ঘণ্টায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে অর্থাৎ দৈনিক ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।