কলকাতা, ১ নভেম্বর ( হি.স.): রবীন্দ্র জাদেজা ঘরের মাঠে টেস্টে তার ১২তম পাঁচ উইকেট শিকার করেছেন। শুক্রবার মুম্বইয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের পাঁচটি উইকেট নিয়েছেন ৬৫ রানের বিনিময়ে। ভারত ৬৫.৪ ওভারে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিয়েছে। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার তালিকায় রবীন্দ্র জাদেজা আবদুল কাদিরের সমান হলেন।
সর্বাধিক পাঁচ উইকেটের তালিকায়, জাদেজা বর্তমানে কাদিরের সাথে যৌথভাবে অষ্টম স্থানে রয়েছেন, যিনি ১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৪০ টেস্টে ১৬৮ উইকেট নিয়েছিলেন।
কাদির ও জাদেজা দুজনেরই ঘরের মাঠে টেস্টে ১২টি পাঁচ উইকেট শিকার করেছেন। ৭৩ টেস্টে ৪৯৩ উইকেট ও ৪৫টি পাঁচ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় আর যারা রয়েছেন তারা হলেন- অশ্বিন, রঙ্গনা হেরাথ, অনিল কুম্বলে, হরভজন সিং, শেন ওয়ার্ন এবং সাকিব আল হাসানও।