নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, কেরালা এবং কর্ণাটকের জনগণকে তাঁদের রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের সমস্ত বাসিন্দাকে রাজ্যের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বলেন, প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এই রাজ্য প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নতুন মানদণ্ড সৃষ্টি করে চলুক এটাই আমাদের কামনা।
প্রধানমন্ত্রী আরেকটি পোস্টে লিখেছেন যে হরিয়ানা তার সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্যের জন্য পরিচিত। সবসময় দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রাজ্যের প্রতিষ্ঠা দিবসে, রাজ্যের অগ্রগতির সাথে জড়িত সকল ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন। তিনি সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী অন্য একটি পোস্টে লিখেছেন যে রাজ্যের প্রতিষ্ঠা দিবসে ছত্তিশগড়ের সমস্ত মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা। গৌরবোজ্জ্বল লোক ঐতিহ্য ও আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব সঙ্গমে সুশোভিত এই রাজ্য উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলুক এটাই আমাদের কামনা।
প্রধানমন্ত্রী বলেন, কেরল দিবস উপলক্ষে শুভেচ্ছা। কেরল রাজ্যটি তার মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত ঐতিহ্য এবং পরিশ্রমী মানুষের জন্য পরিচিত। কেরালার মানুষ বিভিন্ন ক্ষেত্রে সারা বিশ্বে তাদের ছাপ ফেলেছে। আগামী দিনেও রাজ্যের মানুষের উন্নতি অব্যাহত থাকুক।
প্রধানমন্ত্রী বলেন যে কর্ণাটক চমৎকার সব ব্যক্তিদের আশীর্বাদপুষ্ট, যারা সকল ক্ষেত্রে উদ্ভাবনকে শক্তিশালী করছে। কর্ণাটকের জনগণ সর্বদা সুখ ও সাফল্য লাভ করুক বলেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।