BRAKING NEWS

২৮ অক্টোবর গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি 

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ অক্টোবর (সোমবার) গুজরাট সফরে যাচ্ছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরে আমরেলি জেলায় ৪৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী, যার মধ্যে আমরেলি, জামনগর, মোরবি, দেবভূমি দ্বারকা, জুনাগড়, পোরবন্দর, কচ্ছ এবং বোটাদ জেলা জুড়ে প্রায় ১৬০০ উন্নয়ন প্রকল্প রয়েছে৷প্রধানমন্ত্রী ৭০৫ কোটি টাকা মূল্যের জল সরবরাহ বিভাগের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে আমরেলি জেলার গাগাদিও নদীর উপর ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারতমাতা সরোবরের উদ্বোধন। এর পাশাপাশি তিনি জলসম্পদ বিভাগের অধীনে ২০ কোটি টাকার ৫৯০টি পিট রিচার্জ, বোর রিচার্জ এবং কূপ রিচার্জের ১০০০টি প্রকল্পের উদ্বোধন করবেন।এছাড়াও ২৮০০ কোটি টাকারও বেশি মূল্যের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন ভুজ-নালিয়া গেজ রূপান্তর প্রকল্পটিও রেলওয়ে বিভাগের অধীনে ১০৯৪ কোটি টাকা ব্যয়ে চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *