BRAKING NEWS

ডানা-য় দুশ্চিন্তা : আগামীকাল থেকে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা মুম্বাইয়ের রঞ্জি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য রঞ্জি দল। মাঠে নামার জন্য প্রস্তুত প্রায় ত্রিপুরা দলের খেলোয়াড়রা। মাঝে আর একটিমাত্র দিন রয়েছে। ২৬ অক্টোবর শনিবার থেকে ত্রিপুরা, মুম্বাইয়ের রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচ শুরু হচ্ছে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা প্রয়োজনীয় অনুশীলন করছে। এদিকে, আজিংকা রাহানের নেতৃত্বাধীন মুম্বাই দলও আগরতলায় পৌঁছে আজ, বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। আগামী ২৬ অক্টোবর, শনিবার থেকে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বাইয়ের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচটি শুরু হবে। আগরতলায় আসা মুম্বাই দলে বেশ ক-জন তারকা মুখ কিন্তু নেই। সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, পৃথ্বীশদের মতো তারকাহীন মুম্বাই দল, নিজেরা খুব সমৃদ্ধ মনে করছে। ত্রিপুরার খেলোয়াড়রাও মাঠে সেরা খেলাটা খেলতে চাইছে। এখন জটিল প্রশ্ন প্রাকৃতিক পরিস্থিতি কতটুকু পক্ষে থাকে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে। এমনিতেই গত ১১ থেকে ১৪ অক্টোবর একটু পরিমাণ প্রতিকূল পরিস্থিতির কারণে পুরো চার দিনের খেলাই ভেস্তে গিয়েছিল। এবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ডানা-র প্রভাবে। দায়িত্বপ্রাপ্ত পিচ কিউরেটর, গ্রাউন্ডস স্টাফরা লাগাতর দেখভাল করে যাচ্ছেন, মাঠে যেন খেলা চালানো সম্ভব হয়। দুদলের খেলোয়াড়রা হলো – মুম্বাই দল: আজিংকা রাহানে (অধিনায়ক), অংক্রঈশ রঘুবংশী, আয়ুস মাত্রে, সূর্যাংশ শেডগে, স্যামশ মুলানি, সিদ্ধেশ ল্যাড, শার্দুল ঠাকুর, হার্দিক টামুরে, সিদ্ধান্ত আধাত্রাও, হিমাংশু সিং, মোঃ জুনায়েদ খান, মোহিত অবস্থি, রয়স্টন ডায়াস।

ত্রিপুরা দল: বিক্রম কুমার দাস, জীয়নজোৎ সিং, শ্রীদাম পাল, তেজস্বী জয়সোয়াল, মনদীপ সিং (অধিনায়ক), শরথ শ্রীনিবাস, বিক্রম দেবনাথ,  মনিশঙ্কর মুরাসিং (সহ অধিনায়ক), পারভেজ সুলতান, রানা দত্ত, অজয় সরকার, সন্দীপ সরকার, সৌরভ দাস, জয়দীপ বণিক, শংকর পাল, রজত দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *