BRAKING NEWS

মহিলা ফুটবলের গ্রুপ লিগ সম্পন্ন গুজরাটের কাছেও হারলো ত্রিপুরা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফেরা হলোনা ত্রিপুরার। নিয়ম রক্ষার ম্যাচ তথা গ্রুপ রানার্স নির্ণায়ক ম্যাচে গুজরাটের কাছে হেরে তথৈবচ চেহারা ত্রিপুরার মহিলা ফুটবল দলের। গ্রুপ লীগের অন্তিম ম্যাচে তিন গোলে হেরে তৃতীয় স্থানে ত্রিপুরা। অনেকে বলছেন এটাই নাকি ত্রিপুরার ট্র্যাডিশনাল পজিশন। চার দলীয় গ্রুপে দুর্বলতর চন্ডিগড় কে টপকে তৃতীয় স্থানে টিকে থেকে ত্রিপুরা দল মূলতঃ অস্তিত্বের জানান দিচ্ছে। প্রথম ম্যাচে চন্ডিগড় কে পাঁচ গোলে হারানোর পর ত্রিপুরা শিবিরে একটা আশার আলো তৈরি হয়েছিল। দ্বিতীয় ম্যাচে সিকিমের কাছে ছয় গোলে হার অনেকেই মেনে নিয়েছেন। কেননা, জাতীয় দলে খেলা তিনজন ফুটবলার রয়েছেন সিকিম দলে। তবে আজ, বৃহস্পতিবার গুজরাটের কাছে এ ধরনের হার অনেকেই মেনে নিতে পারছেন না। ঘরের মাঠে একপ্রকার সারেন্ডার ত্রিপুরা দলের। প্রথম গোলটি তো আত্মঘাতী, খেলা শুরুতে ঠিক দুই মিনিটের মাথায়। যার পা থেকে বল গোল গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করেছে সেটা মুখ্য বিষয় নয়। ফ্লপ বলা যেতে পারে পুরো টিমকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা দুইটায় তৃতীয় দিনের দ্বিতীয় তথা অন্তিম ম্যাচে প্রথমার্ধের ২০ মিনিটে মিশবা বানু সিন্ধি একটি গোল করলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। পক্ষান্তরে ঘরের মাঠে খেলতে নেমেও ত্রিপুরা দলের আক্রমণ ভাগের খেলোয়াররা গোলের সুযোগ তৈরি করতে পারেনি। খেলার ৮৭ মিনিটের মাথায় গুজরাটের নির্ভরযোগ্য স্ট্রাইকার খুশবু সরোজ আরেকটি গোল করলে ব্যবধান ৩-০ হয়। প্রথম ম্যাচে গুজরাট সিকিমের কাছে এক-চার গোলে হারলেও পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে চন্ডিগড় কে ১৫ গোলে এবং আজ, শেষ দিনে ত্রিপুরা কে তিন গোলে হারিয়ে গ্রুপ রানার্সের স্বীকৃতি পেয়েছে। স্ট্রাইকার মিসবা বানু সিন্ধি পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *