BRAKING NEWS

শনিবার থেকে গায়ানায় শুরু হবে নতুন পাঁচ দলের টি-টোয়েন্টি গ্লোবাল সুপার লিগ

গায়ানা, ২৪ অক্টোবর  (হি.স.) : টি-টোয়েন্টি ফরম্যাটের   ক্রমবর্ধমান জনপ্রিয়তার   আরও প্রমাণ হিসাবে নভেম্বর   মাসে গায়ানায় একটি নতুন টি-টোয়েন্টি লিগ শুরু   হতে চলেছে। ক্রিকেটের   পাঁচটি শীর্ষস্থানীয় দেশের   ফ্র্যাঞ্চাইজিগুলি অংশ নেবে। পুরস্কার   মূল্য  এক মিলিয়ন ডলার।

বুধবার আয়োজকরা জানিয়েছেন তিনবারের   ভাইটালিটি ব্লাস্ট চ্যাম্পিয়ন হ্যাম্পশায়ার   হকস প্রভিডেন্স গ্লোবাল সুপার   লিগে (জিএসএল) প্রতিদ্বন্দ্বিতাকারী   পাঁচটি দলের   মধ্যে রয়েছে।

এছাড়া   ক্যারিবিয়ান প্রিমিয়ার   লিগের   অন্য দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স, বাংলাদেশের রংপুর রাইডার্স, অস্ট্রেলিয়ার   ভিক্টোরিয়া এবং পাকিস্তান সুপার   লিগের   দল লাহোর   কালান্দার্স ।ভারতীয় বোর্ড পুরুষ ক্রিকেটারদের   অন্য কোনও লিগে খেলার   অনুমতি না দেওয়ায়  এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না।

জিএসএল-এর   চেয়ারম্যান এবং ওয়েস্ট ইন্ডিজের   প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড এক বিবৃতিতে বলেছেন, “আমরা   আমাদের সুন্দর   দেশে দলগুলোকে স্বাগত জানাতে উন্মুখ, যেখানে আমরা   নিশ্চিত যে মাঠের   অ্যাকশন চমৎকার হবে।”

২৬ নভেম্বর   থেকে ৬ ডিসেম্বর   এই গ্লোবাল সুপার   লিগ চলবে গায়ানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *