BRAKING NEWS

দুর্যোগপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): দুর্যোগের আশঙ্কা রয়েছে এমন জায়গাগুলি থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সঙ্গে তিনি বেলা সাড়ে তিনটে নাগাদ জানান, যাঁদের চিহ্ণিত করা হয়েছে, তাঁদের সকলে এখনও নিরাপদ স্থানে আশ্রয় নেননি।তখনও পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৮৩৭ জন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে আরও বেশি সংখ্যক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে আসবেন। দুর্যোগ মোকাবিলায় ৮৫১টি শিবির চালানো হচ্ছে। বিভিন্ন ত্রাণ শিবিরে ৮৩ হাজার ৫৮৩ জন আশ্রয় নিয়েছেন।

এই সঙ্গে, কলকাতার ‘পাম্পিং সিস্টেম’ (নিকাশি ব্যবস্থা) আগের থেকে অনেক উন্নত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে তাঁর দাবি, জেলায় অনেক জায়গায় নির্মাণ কাজের জন্য নিকাশি নালার উপরেই বালি, পাথর ফেলে রাখা হয়। যার কারণে জল নিকাশি ব্যবস্থায় সমস্যা হয়। এই বিষয়টির দিকেও নজর রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *