BRAKING NEWS

মেট্রোর হেরিটেজ রান: এনজিইএফ রেকের যাত্রায় যাত্রীদের নস্টালজিয়া

কলকাতা, ২২ অক্টোবর(হি.স.): বৃহস্পতিবার পরপর তৃতীয় দিন কলকাতা মেট্রোর নীল লাইনে মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান পর্যন্ত বিশেষ হেরিটেজ রানে এনজিইএফ রেকের (রেক নম্বর: N-16/18) যাত্রা সম্পন্ন হয়েছে। এই রেকটি একসময় কলকাতা মেট্রোর নন-এসি যুগের প্রতীক ছিল, যা আজকের যাত্রীদের মধ্যে নস্টালজিয়া ফিরিয়ে এনেছে। কলকাতা মেট্রোর চল্লিশ বছরের গৌরবময় সেবা উদযাপনের অংশ হিসেবে সাধারণ যাত্রীদের জন্য এই বিশেষ যাত্রা আয়োজন করা হয়।

এই বিশেষ যাত্রার জন্য মহানায়ক উত্তম কুমার স্টেশনে বিশেষ টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, যার দাম ছিল মাথাপিছু ১০০ টাকা। মোট ৪৭ জন যাত্রী এই ৬.১ কিলোমিটার দীর্ঘ যাত্রায় অংশগ্রহণ করেন। রেকটি প্রথম চালু হয়েছিল ১৩ মে ১৯৯২ সালে এবং ২৬ ডিসেম্বর ২০২০ সালে শেষবারের মতো বাণিজ্যিক পরিষেবায় ব্যবহৃত হয়। কারখানা (এনজিইএফ) দ্বারা তৈরি, যা ভারতীয় রেলের স্বনির্ভরতার প্রতীক। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর প্রথম এনজিইএফ রেকটি বাণিজ্যিকভাবে চালু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *