BRAKING NEWS

আরজিকর নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই জারি থাকবে: বার্তা বৃন্দা করাতের

উ: ২৪ পরগনা, ২৪ অক্টোবর(হি.স.): আর জি কর নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে চলা আন্দোলন জারি থাকবে, জানালেন সিপিআই(এম) নেত্রী বৃন্দা করাত। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের প্রতি সহানুভূতি জানাতে তাদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে আগামীদিনে পাশে থাকার বার্তাও দিয়েছেন।

পরে বৃন্দা করাত সাংবাদিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই আন্দোলন একদিনে শেষ হওয়ার নয়। যতদিন না পর্যন্ত সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততদিন এই লড়াই চলবে।পাশাপাশি তিনি নির্যাতিতার সুবিচারের দাবিতে রাজ্যের সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘রাজ্যের সরকার ও তৃণমূল কংগ্রেস দল আর জি কর কান্ডের সঙ্গে জড়িতদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। আর সেই কারণেই এই আন্দোলন জারি থাকবে আগামী দিনেও। এই আন্দোলনকে দেশব্যাপী মানুষ সমর্থন জানিয়েছে। এই লড়াইকে মরতে দেওয়া যাবে না।’এই বার্তার মধ্যে দিয়ে বৃন্দা করাত আন্দোলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে, তাদের দল ও সহযোগী সংগঠনগুলি যৌথভাবে আরও বড় আকারে আন্দোলন গড়ে তুলবে এবং সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য করবে বলেও ইঙ্গিত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *