BRAKING NEWS

ঘূর্ণিঝড়ে পরিণত গভীর নিম্নচাপ, উদ্বেগ বাড়ছে বাংলা ও ওডিশা উপকূলে

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৫টায় মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হতেই উদ্বেগ ও উৎকন্ঠায় বাংলা ও ওডিশা উপকূল।ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে তা এগিয়ে আসছে। ওডিশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। এখনও অবধি ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতি দেখে আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ‘দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পর সেটি অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ওডিশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *