BRAKING NEWS

‘দানা’-র সতর্কতায় শিয়ালদা বিভাগে বাতিল ১৬০টি লোকাল, রাত থেকেই বন্ধ দক্ষিণ শাখার ট্রেন

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): ‘দানা’র প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেশ কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। সে কারণে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ। রেল জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। পাশাপাশি, শিয়ালদা ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একই রকম ভাবে হাসনাবাদ থেকেও কোনও ট্রেন বারাসত বা শিয়ালদার উদ্দেশে ওই সময়ে চলাচল করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *