BRAKING NEWS

জলবন্দি স্বরূপনগর ব্লকের বাসিন্দারা খাল কেটে মুক্তি পেলেন জলযন্ত্রণা থেকে

উত্তর ২৪ পরগনা, ২০ অক্টোবর (হি.স.): দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দি হয়ে থাকা স্বরূপনগর ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষ অবশেষে রবিবার খাল কেটে মুক্তি পেলেন জলবন্দি দশা থেকে।

এলাকার চারটি গ্রাম পঞ্চায়েত—চারঘাট, সগুনা, গোবিন্দপুর, তেপুল মির্জাপুরের কয়েক হাজার মানুষ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জলবন্দি হয়ে পড়েছিল। এই অবস্থায় দুর্গাপুজোও জলবন্দি অবস্থায় কাটাতে হয় গ্রামবাসীদের। এখন কালীপুজোর আগে ধেয়ে আসছে ঝড়, যার ফলে আরও জলবদ্ধতার আশঙ্কা রয়েছে।

গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে কোদাল, কুড়ুল দিয়ে নদীর খাল কেটে জল বের করার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *