BRAKING NEWS

রঞ্জি ট্রফি : সরাসরি মেঘালয় জয়ের চাবিকাঠি ত্রিপুরার বোলারদের হাতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের চাবিকাঠি এখন বোলারদের হাতে। রঞ্জি ট্রফির চতুর্থ তথা অন্তিম দিনের খেলা আগামীকাল। শিলং এর পোলো গ্রাউন্ডে প্রতিপক্ষ মেঘালয় এই মুহূর্তে ১৫২ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট পুরো দশটি। সারাদিনের খেলা। ২২২ রানে প্রথম ইনিংস শেষ করা দল মেঘালয় যদিও দ্বিতীয় ইনিংসে চমকপ্রদ কিছু করে, ব্যাটে বলে অতিরিক্ত রান সংগ্রহ করে নেয় তখন ত্রিপুরার ব্যাটার্সরা সরাসরি জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে পারবে। এবং সরাসরি জয়ের প্রত্যাশা মেটাতে পারবে। প্রকৃতি এবং মাঠ কেমন আচরণ করে? তার উপরও নির্ভর করছে খেলার ভবিষ্যৎ। ইতোমধ্যে ত্রিপুরা প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট প্রাপ্তির একটা ফাউন্ডেশন গড়ে নিয়েছে। তেমন কোনও অঘটন না ঘটলে পয়েন্টের আধিক্য ত্রিপুরা পাবে বলে অনুমেয়। তৃতীয় দিনের খেলায় ত্রিপুরা ৩৭৭ রানে ইনিংস ঘোষণা করলে, জবাবে ব্যাট করতে নেমে মেঘালয় ৭৭.৪ ওভার খেলে ২২২ রানে প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ফলোঅনে খেলতে নেমে দিনের খেলা শেষে মেঘালয় দুই ওভারে বিনা উইকেটে তিন রান সংগ্রহ করেছে। রাজ্য দলের ব্যাটিং লাইনআপে শ্রীদাম পালের ১৪৬ রান শরথের ৭২ রান, মনি শংকর মুরাসিং এর ৬০ রান এবং মনদীপ সিংয়ের ৫৯ রান উল্লেখযোগ্য। মেঘালয় দলের পক্ষে অজয় দুহান ৯৩ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসকে সমৃদ্ধ করে তুলেছিল। বোলিংয়ে মনি শংকর মুরাসিং ৫২ রানে ছয় তুলে নিয়ে আবারও দুর্দান্ত পারফরমেন্সের স্বাক্ষর রেখেছে। এছাড়া অজয় সরকার দুইটি, বিক্রম দেবনাথ ও পারভেজ সুলতান একটি করে উইকেট পেয়েছে। গ্রুপ লিগের অন্য খেলায় বরোদার বিরুদ্ধে সার্ভিসেস ৩৩৭ রানে পিছিয়ে রয়েছে। উড়িষ্যা জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে খেলছে। যদিও ম্যাচ ড্র তে নিষ্পত্তি হওয়ার উপক্রম। অপর খেলায় মুম্বাই মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে। সরাসরি জয় এর লক্ষ্যে আগামীকাল খেলতে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *