BRAKING NEWS

ভারত-জার্মানি দ্বিপাক্ষিক হকি সিরিজ: ২২ সদস্যের ভারতীয় পুরুষ দল ঘোষণা

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): রবিবার হকি ইন্ডিয়া নয়াদিল্লিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে খেলার জন্য ২২ সদস্যের ভারতীয় পুরুষ দলের নাম ঘোষণা করেছে।

ভারতীয় হকি দল ২৩ ও ২৪ অক্টোবর মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে জার্মানির সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলবে। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন হরমনপ্রীত সিং এবং সহ-অধিনায়ক বিবেক সাগর প্রসাদ।

দ্বিপাক্ষিক হকি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল:গোলরক্ষক:কৃষাণ বাহাদুর পাঠক, সুরজ কারকেরা।ফরওয়ার্ডস:মনদীপ সিং,অভিষেক, সুখজিৎ সিং, আদিত্য অর্জুন লালগে, দিলপ্রীত সিং,  শীলানন্দ লাকড়া।ডিফেন্ডার:জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, সুমিত, সঞ্জয়, নীলম সঞ্জীপ জেস।মিডফিল্ডার:মোঃ রাহিল মঈন, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ (সহ অধিনায়ক), বিষ্ণু কান্ত সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, রাজিন্দর সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *