BRAKING NEWS

যমুনার দূষণ নিয়ে বিজেপিকে তোপ গোপাল রাইয়ের, স্বচ্ছ করার আশ্বাস পরিবেশ মন্ত্রীর

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): বিগত দু’দিনের মতো রবিবারও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীর জলে ভেসে বেড়াতে দেখা গেল বিষাক্ত ফেনা। এজন্য দিল্লি সরকারকে দুষছে বিজেপি, পাল্টা বিজেপিকে আক্রমণ করলো আম আদমি পার্টি (এএপি)। রবিবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, “বিজেপি সমস্যা তৈরি করে, তারপর ভিডিও বানায়। আমাদের কাজ এটা পরিষ্কার করা, পরিষ্কারের কাজ চলছে এবং আমরা ছট পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি, পরিষ্কারের কাজ চলছে কালিন্দী কুঞ্জেও, আমরা উত্তর প্রদেশ থেকে আসা সমস্ত ময়লা পরিষ্কার করব।”

দিল্লিতে বায়ুদূষণ প্রসঙ্গে মন্ত্রী গোপাল রাই বলেছেন, “দিল্লিতে দূষণের মাত্রা ‘মৃদু’ পর্যায়ে রয়েছে। কিন্তু আনন্দ বিহারে দূষণের মাত্রা গত ৪-৫ দিন ধরে খুব খারাপ স্তরে রয়েছে, আনন্দ বিহার হল দিল্লির বাস টার্মিনাল এবং কৌশাম্বী বাস টার্মিনাল এর ঠিক বিপরীতে। উত্তরপ্রদেশ থেকে এখানে প্রচুর ডিজেল বাস আসছে। সেই বাসগুলির ধোঁয়া দিল্লির দূষণকে দ্বিগুণ করছে। আমি উত্তর প্রদেশ সরকারকে কৌশাম্বী বাস ডিপোতে জল ছিটানোর জন্য অনুরোধ করছি। আমরা যৌথ প্রচেষ্টায় সমাধান আনতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *