BRAKING NEWS

শুভ ‘কাতি বিহু’-র প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদের

গুয়াহাটি, ১৬ অক্টোবর (হি.স.) : শুভ ‘কাতি বিহু’ (কার্তিক সংক্রান্তি)-র প্রাক্কালে অসমের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল আচার্য বলেছেন, ‘‘যেহেতু অসমের একটি কৃষিভিত্তিক সংস্কৃতি রয়েছে এবং রাজ্যের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাই এই বিহু উদযাপনের গুরুত্ব অপরিসীম। কৃষিখেতে শুভ প্রদীপ ‘আকাশ বাতি’ প্রজ্বলনে কীটপতঙ্গ এবং পোকামাকড় বিনাশ করে ভালো ফলন দিতে সহায়তা করে। তদুপরি, এই বিহু উদযাপনের একটি অংশ হিসেবে তুলসী গাছের তলায় মাটির প্রদীপ জ্বালানোর সঙ্গে আমাদের অন্তর্নিহিত সংযোগের পুনরাবৃত্তি করে।’’

অসমের জনগণকে কাতি বিহুর শুভেচ্ছা জানিয়ে অসমিয়া সমাজের সমৃদ্ধ উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে বিহু উদযাপন করতে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *