নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): জেড ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। একই সুরক্ষার আওতায় আসছেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটও। কেন্দ্রীয় সরকার সোমবার কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের ‘জেড ক্যাটাগরির’ নিরাপত্তার দায়িত্ব সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কাছে হস্তান্তর করেছে। তিনি এস আগে এসএসবি-র নিরাপত্তায় ছিলেন। আগামী কয়েক দিনের মধ্যে সিআরপিএফ এসএসবি থেকে নিরাপত্তার দায়িত্ব বুঝে নেবে। এদিকে, কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটকেও ‘জেড’ ক্যাটাগরির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) নিরাপত্তা দিয়েছে কেন্দ্র।
2024-10-14